ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
পাথরঘাটায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার

পাথরঘাটা (বরগুনা): বগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্য ও বড় টেংরা গ্রামের আবদুল মজিদ বেপারীর ছেলে মাহবুব আলম দুলাল ও চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের মোহাম্মদ খানের ছেলে আ. কাদের।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বাংলানিউজকে জানান, মাহবুব আলম তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ও কাদের তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।