ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা প্রেসক্লাব কমিটির শ্রদ্ধা

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা প্রেসক্লাব কমিটির শ্রদ্ধা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা/ ছবি: বাংলানিউজ

খুলনা: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।

সোমবার (২৩ জানুয়ারি) শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম হাবিব ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, ফারুক আহমেদ ও এস এম নজরুল ইসলাম, ক্লাবের সহ-সভাপতি অরুণ সাহা, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, আলমগীর হান্নান ও বাপ্পী খান, নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবীর ও শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য মল্লিক সুধাংশু, মো. সাঈয়েদুজ্জামান সম্রাট প্রমুখ।

বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গীপাড়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন নেতারা।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এমআরএম/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।