ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে পাথর কোয়ারিতে মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
কোম্পানীগঞ্জে পাথর কোয়ারিতে মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারিতে মাটি চাপায় নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করছেন। তবে পুলিশ বলছে মাটি চাপায় মারা গেছেন দুই শ্রমিক। 

সোমবার (২৩ জানুয়ারি) সকালে কোম্পানীগঞ্জের আরফিন টিলার আঞ্জু মিয়ার কোয়ারিতে পাথর উত্তোলন করতে গর্তে নামেন ১৩ শ্রমিক। এদের মধ্যে মাটি চাপায় ছয়জনের মৃতদেহ উদ্ধারের দাবি করেন স্থানীয়রা।

তবে তড়িঘড়ি করে মৃতদেহগুলো তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সিলেটের কোম্পানীগঞ্জে থেমে থাকেনি পাথর উত্তোলন। বিষয়টি আড়াল করতেই দুর্ঘটনার পর ছয় শ্রমিকের মৃতদেহ সরানো হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।  

নিহতদের মধ্যে কাদির, তাহের, খোকন, আল হাদি ওরফে হাদিস, আশিক ও আল আমিনের নাম জানাতে পেরেছেন স্থানীয়রা। তবে কোয়ারি মালিকরা প্রভাবশালী হওয়ায় ঘটনার সত্যতা জানাতে স্থানীয়দের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। নিহতদের মধ্যে আশিক, আল আমিন, খোকন ও আল হাদির বাড়ি সুনামগঞ্জে। আশিক ও কাদিরের বাড়ি নেত্রকোনার পূর্বধলা এলাকায় বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পর বেলা ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে কোনো মৃতদেহ পাননি বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)  রুহুল আমিন।  

তবে দেরিয়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় পৌঁছাতে দেরি হয়েছে। যে কারণে ঘটনাস্থলে এসে হতাহতদের পাননি। এছাড়া স্থানীয়রাও মৃতের সংখ্যার ব্যাপারে বিভিন্ন তথ্য দিচ্ছে বলে জানান তিনি।  
 
কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে ওই পাথর কোয়ারিতে ১৩ জন শ্রমিক কাজ শুরু করেন। এর কিছুক্ষণ পর কোয়ারিতে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন। তবে স্থানীয়রা জানান, ঘটনাস্থলে ছয় শ্রমিক মারা গেছেন।  

এদিকে, হাসপাতালে দুর্ঘটনায় আহতদের মধ্যে রফিক আহমদ নামে একজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রফিক জানান, মাটি চাপায় তার সঙ্গের চার শ্রমিক মারা গেছে।  

বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. মাছুম বিল্লাহ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম।

ঘটনাস্থল থেকে ওসি বায়েছ আলম বলেন, স্থানীয়রা হতাহতের সংখ্যা বেশি বললেও তারা ঘটনাস্থলে গিয়ে কিছুই পাননি। তবে জানতে পেরেছেন দুইজন শ্রমিক মারা গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. মাছুম বিল্লাহ বাংলানিউজকে বলেন, নিহতের ঘটনা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে দুইজন মারা যাওয়ার খবর জানতে পেরেছেন তিনিও।   
 
এর আগে ঘটনার পর দুপুরে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহতরা হলেন আল হাদি (৩৬) ও আব্দুল কাদির (৩৫)।  

বাংলাদেশ সময়:  ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এনইউ/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।