ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ানীবাজারের পৌর প্রশাসকের রিট পিটিশন খারিজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
বিয়ানীবাজারের পৌর প্রশাসকের রিট পিটিশন খারিজ বিয়ানীবাজার পৌরসভা

সিলেট: উচ্চ আদালতে দায়ের করা বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক মো. তফজ্জুল হোসেনের দুইটি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। 

সোমবার (২৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার, আবু তাহের ও মো. সাইফুর রহমানের বেঞ্চ রিট পিটিশনটি খারিজ করে দেন। রিট পিটিশন নম্বর-৯০৬/২০১৩ ও ৯৪৪২/২০১৪।

 

হাইকোর্ট থেকে বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর সংশ্লিষ্ট আইনজীবীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিট পিটিশন দুইটি খারিজ করায় পৌরসভার প্রশাসককে তার পদ থেকে সরাতে কোনো আইনি বাধ্যবাধকতা আর থাকলো না।  

এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত একটি বেঞ্চের রায়ে অবিলম্বে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এনইউ/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।