ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা মাহফুজুল বারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
মুক্তিযোদ্ধা মাহফুজুল বারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: আগরতলা ষড়যন্ত্র মামলার ২২তম আসামি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযোদ্ধা মাহফুজুল বারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৩ জানুয়ারি) এক শোক বাণীতে তিনি এ শোক জানান, পাশাপাশি ’৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের সাবেক এই কেন্দ্রীয় নেতার অবদানের কথা কৃতজ্ঞতা ভরে স্বরণ করেন।
 
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, অপর এক শোক বাণীতে প্রধানমন্ত্রী ইস্পাহানি গ্ৰুপের চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ ইস্পাহানীর মৃত্যুতে শোক প্রকাশ করেন। এছাড়া তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।