ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
বরগুনায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার ১

বরগুনা: বরগুনা সোনাখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. পিন্টু (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে (২২ ‍জানুয়ার) বিকেল ৫টার দিকে লিমাকে অপহরণ করা হয়।

লিমা বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরিচন্না ইউনিয়নের ধূপতি গ্রামের রিপন মিয়ার মেয়ে। গ্রেফতারকৃত পিন্টু একই ইউনিয়নের পশ্চিম ধূপতি গ্রামের বাসিন্দা।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে জানান, অপহরণের পর লিমার বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এরই ভিত্তিতে পিন্টুকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।