ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ছবিতে নন্দীপাড়া খালের করুণ দশা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
ছবিতে নন্দীপাড়া খালের করুণ দশা খাল দখল, ছবি: শোয়েব মিথুন

নন্দীপাড়া বাজার এলাকায় নন্দীপাড়া খাল (জিরানী খাল) দখল করে এক পাড়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড অন্য পাড়ে বসতবাড়ি।

নন্দীপাড়া খাল

নন্দীপাড়া বাজার এলাকায় নন্দীপাড়া খাল (জিরানী খাল) দখল করে এক পাড়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড অন্য পাড়ে বসতবাড়ি।

প্রায় অস্তিত্বহীন জিরানী খালনন্দীপাড়া বাজার ও আশপাশের বাড়ির বর্জ্যে প্রায় অস্তিত্বহীন জিরানী খাল।

 খালের দুই পাড়ে অবৈধ দখলএকটু একটু করে বাড়ছে খালের দুই পাড়ে অবৈধ দখল।

 নন্দীপাড়া গোলারবাড়ী অংশ নন্দীপাড়া গোলারবাড়ী অংশ অবৈধভাবে দখল করে খালের ওপর গড়ে তোলা হয়েছে রিকশার গ্যারেজ।

খালের পাড় দখল

খালের পাড় দখল করে গড়ে ‍তোলা হচ্ছে বসতবাড়ি।

পুল

খালের ওপর দিয়ে বাড়ি প্রতি একটি করে পারাপার পুল।

 

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম

 নন্দীপাড়া খালের আগের অবস্থার বর্ণনা করছেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম

খালের দুইপাড়ই শুকিয়ে যাচ্ছেনদী ভরাটের কারণে বালুনদী থেকে নন্দীপাড়া খালের দুইপাড়ই শুকিয়ে যাচ্ছে।

ওয়াসার লাইন

খালের ওপর দিয়ে ওয়াসার লাইন।

 অবৈধ দোকান

 খাল দখল করে অবৈধ দোকান।

সুউচ্চ বাঁশের সাঁকো

বালু নদীর ত্রিমোহনী অংশে সুউচ্চ বাঁশের সাঁকো।
 
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।