ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
বেনাপোল সীমান্তে ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ 

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তের দৌলতপুর মাঠ থেকে ভারত থেকে পাচার করে আনা ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। 

সোমবার (২৩ জানুয়ারি)  দিনগত রাত সাড়ে ১২টার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ফেনসিডিলের এ চালানটি জব্দ করে।  

বিজিবি’র দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুস সামাদ বাংলানিউজকে জানান, রাতে মাদক পাচারকারীরা সীমান্ত পথে ভারত থেকে মাদকের চালান নিয়ে এপারে আসছে-এমন খবর পেয়ে সীমান্তে জনবল বৃদ্ধি করে বিজিবি।

গভীররাতে মাদক পাচারকারীরা বস্তা মাথায় নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। এসময় বিজিবি তাদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তা উদ্ধার করে তাতে ৩০৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭

এজেডএইচ /এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।