ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে নারীকে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
গাজীপুরে নারীকে গলা কেটে হত্যা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জাঝড় এলাকায় হামিদা বেগম (৫৬) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত হামিদা সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাঝড় এলাকার রুহুল আমীনের স্ত্রী।

পুলিশ জানায়, ফজরের নামাজ পড়ার জন্য ভোরে অজু করতে উঠানে টিউবওয়েলের কাছে যান হামিদা। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা কেউ ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর হামিদার মেয়ে হাসি আক্তারসহ  বাড়ির ও আশপাশের লোকজন এসে তার মরদেহ দেখতে পান।

সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, প্রায় চার মাস আগে নিহত নারীর মেয়ে হাসির সঙ্গে তার স্বামী রফিকের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে রফিক বিভিন্ন সময় তাদের হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় সম্প্রতি জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন হাসি। এর জের ধরে তার মাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস বাংলানিউজকে জানান, হত্যার খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরএস/আরআইএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।