মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ওই ফ্লাইট থেকে এগুলো জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচএম আহসানুল কবীর বাংলানউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টায় ওমানের মাস্কাট থেকে একটি এয়ারওয়েজের টয়লেটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দ হওয়া স্বর্ণের ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানান আহসানুল কবীর।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরইউ/জিপি/এসএইচ