ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে রিভলবারসহ ২ কলেজছাত্র আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
বড়াইগ্রামে রিভলবারসহ ২ কলেজছাত্র আটক

নাটোর: নাটোরের বড়াইগ্রামে রিভলবারসহ নাজমুল হোসেন (২১) ও মবিদুল ইসলাম (২৩)  নামে দুই কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি এলাকা থেকে তাদের আটক করা হয়।

নাজমুল হোসেন গুরুদাসপুর উপজেলার ঝাউপাড়া গ্রামের নাজিম উদ্দিন এবং মবিদুল ইসলাম বৃন্দাবাড়ি গ্রামের আবু বক্কারের ছেলে।

এদের মধ্যে নাজমুল হোসেন নাটোর এনএস সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এবং মবিদুল ইসলাম অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বাংলানিউজকে জানান, আটক দুই কলেজছাত্র সোমবার দিবাগত গভীর রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক দিয়ে হেঁটে গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় যাচ্ছিলেন।

পথে আইড়মারি এলাকায় পৌঁছালে তাদের গতিবিধি দেখে টহলরত পুলিশের সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় একটি রিভলবার পাওয়া গেলে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।