শহীদুল ইসলাম ওই কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। সে বাগেরহাট সদর উপজেলার নাটোইখালি গ্রামের সোবাহান শেখের ছেলে।
খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখি বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে শহীদুল হেঁটে কলেজে আসছিল। সে কলেজের সামলে এলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান জানান, শহিদুলের মৃত্যুর খবর শুনে তার কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে জড়ো হয়ে বাগেরহাট-খুলনা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে মাহেন্দ্র চালককে আটক করার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসআই