নীলিমা পাবনা জেলার চাটমোহর উপজেলার থলে গ্রামের জাহেদ আলীর মেয়ে ও তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অনার্স হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।
বাড়ির মালিক মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ১৫ দিন আগে কামরখন্দ উপজেলার কুটিরচর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম ফুপাতো বোন পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়ে নীলিমাকে রেখে চলে যান।
সদর থানার দুই নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, সকালে মনিরুলের ভাড়া বাসায় নীলিমার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজি