প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বেলা দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে ওই কারখানায় আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ইকো কটন মিলস নামক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের শ্রীপুর, জয়দেবপুর, টঙ্গী ও ভালুকার ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
**গাজীপুরে কটন মিলে অগ্নিকাণ্ড
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরএস/জেডএস