ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে কিশোরী গণধর্ষণের শিকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
কেরানীগঞ্জে কিশোরী গণধর্ষণের শিকার

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে গণধর্ষণের শিকার হয়েছে (১৫) এক কিশোরী। সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় খলিল (২৬), শাওন (২৮) ও ইমন (৩৪) নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ইকুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. কামাল হোসেন বাংলানিউজকে বলেন, কিশোরী ও তার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ওই কিশোরী রাগ করে সোমবার সন্ধ্যায় ডিএমপির কদমতলী থানার ঢাকা ম্যাচ ফ্যাক্টরি বস্তি থেকে বের হয়ে যায়।

সে হাঁটতে হাঁটতে কেরানীগঞ্জে চলে গেলে খলিল ও শাওন তাকে হাসনাবাদ হাউজিং এলাকায় তুলে নিয়ে যায়। সেখানে একটি বন্ধ ঘরে খলিল, শাওন ও ইমন তাকে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি আমরা টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার এবং তাদের আটক করি।

দুপুরে তাদের সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।