শুক্রবার (২৭ জানুয়ারি ) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, ওই গ্রামের মৃত ফজেল মিজির ছেলে মজিবর মিজি, জাহিদুল মিজি, শাহাজাহান মিজি, হাসান মিজি, সানোয়ার মিজি ও তাদের মা ফাতেমা বেওয়া।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, ভোরে জামতলী গ্রামের মজিবর মিজির বাড়ির রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত। দ্রুত সময় আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তারা ফায়ার স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আরবি/আইএ