ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘বিষ দিয়ে নির্বিচারে কুকুর হত্যা অমানবিক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
‘বিষ দিয়ে নির্বিচারে কুকুর হত্যা অমানবিক’ কুকুর নিধন বন্ধে মানববন্ধন/ছবি: দীপু মালাকার

ঢাকা: প্রাণী হত্যা কোনো সমাধান নয়, বন্ধ্যাকরণই হলো কুকুরের সংখ্যা কমানোর মানবিক উপায়। নিষ্ঠুরভাবে কুকুর নিধন বন্ধ করতে ‘বাঁচাও বিধাতা’ শীর্ষক মানববন্ধনে অংশ নিয়ে এমনই আকুতি জানালেন পশুপ্রেমী মানুষরা।

শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর কারওয়ানবাজার সার্ক ফোয়ারায় শুরু হওয়া ওই মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন পশুপ্রেমী সংগঠনসহ সমাজের সর্বস্তরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। এ সময় প্রায় এক ঘণ্টা মানববন্ধন করেন তারা।

 

বক্তারা বলেন, নিষ্ঠুর ও অমানবিকভাবে নির্বিচারে কুকুর হত্যা কোনো সমাধান নয়, বন্ধ্যাকরণই হলো কুকুরের সংখ্যা হ্রাসের মানবিক উপায়।
কুকুর নিধন বন্ধে মানববন্ধন/ছবি: দীপু মালাকারপাশাপাশি বিভিন্ন সিটি করপোরেশনে বিষ দিয়ে নিষ্ঠুরভাবে কুকুর ছানাসহ নির্বিচারে কুকুর হত্যা বন্ধের দাবি জানান পশুপ্রেমীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের এ সময়- 'কুকুর হত্যা কোনো সমাধান নয়’,'সব জীবনেই মূল্যবান’, ‘বন্ধ্যাকরণের মাধ্যমে মানবিকভাবে কুকুর সংখ্যা কমান’, ‘রাতের অতন্দ্র প্রহরী হত্যা বন্ধ করুন’, ‘প্লিজ ডোন্ট হার্ট এ্যানিমেল’সহ এ রকম বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মানববন্ধণে অংশ নেওয়া পশুপ্রেমী রাকিবুল হক এমিল বাংলানিউজকে বলেন, বিষ দিয়ে কুকুর হত্যা অমানবিক প্রক্রিয়া। প্রত্যেক প্রাণীর বাঁচার অধিকার রয়েছে। জনস্বার্থের জন্য বৈজ্ঞানিক উপায়ে ভেকসিন দিয়ে কুকুরের সংখ্যা কমানো যেতে পারে।
কুকুর নিধন বন্ধে মানববন্ধন/ছবি: দীপু মালাকারএ সময় তিন দফা দাবি তুলে ধরে জানানো হয়, অবিলম্বে কুকুর নিধন বন্ধ করতে হবে,প্রাণী নিষ্ঠুরতা বন্ধে ১৯২০ সালের আইনকে সময়াপযোগী সংস্কার করতে হবে এবং জলাতঙ্ক টিকা প্রদান ও বন্ধ্যাকরণের মাধ্যমে কুকুরে সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে।

গত ২৩ জানুয়ারি চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডে বিষ প্রয়োগ করে শত শত কুকুর হত্যা করা হয়। এ অমানবিক কর্মকাণ্ডের কারণেই এ মানববন্ধনের অায়োজন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এমসি/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।