শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আব্দুল মালেক মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দামলা গ্রামের সিকদারপাড়া এলাকার আব্দুল বারেক মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আব্দুল মালেককে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আরবি/