বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ওই ইউনিয়নের খলিফারহাট সংলগ্ন কসাই বাড়ির জহির মেম্বরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- দাদপুর ইউনিয়নের বারাহীপুর গ্রামের শাহ আলমের ছেলে মাইন উদ্দিন লাতু (২৫), একই ইউনিয়নের পূর্ব বারাহীপুর গ্রামের মনির হোসেনের ছেলে মো. বাবর (২৮) ও একই ইউনিয়নের দাদপুর গ্রামের হানিফের ছেলে রুবেল (২২)।
ডিবির পরিদর্শক (ওসি) আতাউর রহমান ভূঁইয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে দাদপুর এলাকায় অভিযান চালিয়ে এলজি পিস্তল, ২৬ রাউন্ড গুলি, তিনটি ককটেল ও ২৫টি চকলেট বোমাসহ ওই তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আরবি/