শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক জনি শেখ পূর্ব পালশা গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ২শ’ ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক বিক্রেতাকে আটক করে।
এ ঘটনায় আটক জনি শেখকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এমবিএইচ/জিপি/আইএ