কুকুরের জন্য ভালোবাসা প্রকাশ করতে মানববন্ধনে দাড়িয়ে কথাগুলো বলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ্যামি অর্পণা বাড়ো।
শুক্রবার (২৭ জানুয়ারি) নির্বিচারে কুকুর নিধন বন্ধ করতে কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় শত শত তরুণ-তরুণীসহ সর্বস্তরের মানুষ জড়ো হয়েছে।
মানববন্ধনে কুকুর ছানা নিয়ে এসেছেন দন্ত চিকিৎসক ডা. তনুশ্রী। তিনি বলেন, ভাবতে পারি না, এমন নিরীহ প্রাণীকে কিভাবে মারে? রাস্তায় শত শত মৃত কুকুর পড়ে আছে ভাবতেই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমন অমানবিক আচরণ বন্ধ করা উচিত রাষ্ট্রের।
চট্টগ্রাম থেকে মানববন্ধনে অংশ নিতে এসেছেন পরিবেশ সংক্রান্ত একটি অনলাইন পত্রিকার সম্পাদক স্বপন মজুমদার।
তিনি বলেন, প্রথমত চট্টগ্রামের সিটি করপোরেশন যে কাজটি করেছে -তা অতিশয় অমানবিক। কোনো বয়স নির্ধারণ না করে তিন মাসের কুকুর ছানাকেও হত্যা হচ্ছে। দেশটা যেন কুকুরের জন্য নরক হয়ে উঠেছে।
যে কোনো প্রাণীর ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে। এভাবে প্রাণী মেরে ফেলা মানবকুলের জন্য ক্ষতিকর। সবকিছুই মানবকুলের ভারসাম্য রক্ষা করে। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলেও মনে করেন তিনি।
মানববন্ধনে অংশ নেওয়া মাহফুজ হাসিব বলেন, কুকুরের প্রতি ভালোবাসা থেকেই এখানে এসেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এমসি/ওএইচ/আরআই
** ‘বিষ দিয়ে নির্বিচারে কুকুর হত্যা অমানবিক’