ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আর নেই

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী মোল্লা (৭০) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরে শ্বাসকষ্ট জনিত কারণে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া বাংলানিউজকে জানান, মরহুম নওয়াজেশ আলী মোল্লা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দুইবার মিরকুটিয়া ও একবার বার খাস কাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

শুক্রবার বিকেল ৩টায় চৌহালীর জোতপাড়া ডিগ্রি কলেজ মাঠে তার নামাজে জানাযা শেষে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।