শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরে শ্বাসকষ্ট জনিত কারণে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া বাংলানিউজকে জানান, মরহুম নওয়াজেশ আলী মোল্লা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দুইবার মিরকুটিয়া ও একবার বার খাস কাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
শুক্রবার বিকেল ৩টায় চৌহালীর জোতপাড়া ডিগ্রি কলেজ মাঠে তার নামাজে জানাযা শেষে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজি