ভ্যানের সামনের দিকে বসেছেন তিনি। কোলে নাতি কাইউস (ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ছেলে)।
পরিবারের এ সদস্যদের নিয়ে সেই ভ্যানে চড়ে পৈতৃক এলাকা টুঙ্গিপাড়ায় শৈশবের স্মৃতিবিজড়িত বিভিন্ন এলাকা ঘুরলেন বাংলাদেশের সরকারপ্রধান। এসময় তার সঙ্গে ছিলেন সফরসঙ্গীরাও।
পিআইডির ফটোসাংবাদিকের ক্যামেরায় ফ্রেমবন্দি এ ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে নিজের ভ্যানে চড়ানোর আনন্দে উজ্জ্বল ভ্যান চালকের হাসিমুখও।
দু’দিনের সফরে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভাগ্নে ববির পরিবার নিয়ে গোপালগঞ্জ যান প্রধানমন্ত্রী। সেখানে জেলা শহরের মানিকদাহ হাউজিং এলাকায় রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’ এর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। টুঙ্গিপাড়ায়ই নিজ বাসভবনে রাত্রিযাপন করছেন প্রধানমন্ত্রী।
শনিবার টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকা ফিরবেন শেখ হাসিনা।
** প্রধানমন্ত্রীকে মনের কথাটা বলাই হলো না ভ্যানচালকের
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এইচএ/