পরিবর্তন চাই‘র লোগো
ঢাকা: নাগরিক পরিচ্ছন্নতা অভিযান বিষয়ে শনিবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে সামাজিক সংগঠন পরিবর্তন চাই ট্রাস্ট।
শুক্রবার (২৭ জানুয়ারি) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০১৪ সাল থেকে দেশের নাগরিক পরিচ্ছন্নতা অবস্থার উন্নয়নে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে এক হয়ে নানা কর্মসূচি পালন করে আসছে পরিবর্তন চাই।
একই বছর সংগঠনটির আয়োজনে ৪৩টি জেলায় ২০ হাজারের বেশে স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা বিষয়ক অভিযানে অংশ নেন। ২০১৬ সালে সারাদেশের ৬৪টি জেলার ১০০টি স্থানে ৭০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক অংশ নেন। আর চলতি বছরের ৪ ফেব্রুয়ারি (শনিবার) পরিচ্ছন্নতা অভিযানে ১ লাখ ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেওয়ার কথা রয়েছে।
শনিবারের সংবাদ সম্মেলনে এ বিষেয় আরও বিস্তারিত জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।