শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের ফাঁসিতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ফাঁসিতলা এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফাঁসিতলা এলাকায় ফেলে রেখে গেছে। নিহতের পরনে প্যান্ট ও গায়ে শার্টের ওপর কোর্ট পরা ছিলো।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এনটি