বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির এই দণ্ডাদেশ দেন। শুক্রবার (২৭ জানুয়ারি) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত জানবক্সের ছেলে কাবিল হোসেন (৫০) ও একই গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ফরজউল্লা (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাবিল হোসেন ও ফরজউল্লাহ চলতি মৌসুমের শুরু থেকেই তাদের গুড়ের কারখানায় ভেজাল গুড় প্রস্তত করে বাজারজাত করছেন। এসময় সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল তাদের কারখানা অভিযান চালায়। এসময় দুই হাজার পাঁচ কেজি ভেজাল গুড়, রং, হাইড্রোজ, ময়দা, চিটাগুড় ও গুড় তৈরির উপকরণসহ তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক কাবিল হোসেনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং ফরজউল্লাহকে ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।
এরপর জরিমানার টাকা পরিশোধ করায় ফরজউল্লাহকে ছেড়ে দেওয়া হয় এবং জরিমানার এক লাখ টাকা দিতে ব্যর্থ হওয়ায় কবিল হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এনটি