ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে ৪টি মোটরসাইকেলসহ ২ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
রামগঞ্জে ৪টি মোটরসাইকেলসহ ২ যুবক আটক রামগঞ্জে ৪টি মোটরসাইকেলসহ ২ যুবক আটক-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা চারটি ভারতীয় মোটরসাইকেলসহ দু’যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার অভিরামপুর ও পশ্চিম ভাদুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার অভিরামপুর এলাকার (নতুন বাড়ির) আনোয়ার হোসেনের ছেলে মো. মেহেদী হাসান টিটু ও পশ্চিম ভাদুর এলাকার আবুল হাশেমের ছেলে মো. কাউসার।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিরামপুর ও পশ্চিম ভাদুর এলাকায় অভিযান চালিয়ে চারটি মোটরসাইকেলসহ ওই দু’যুবককে আটক করা হয়।

তারা ভারতীয় মোটরসাইকেল শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে এনে ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।