মানববন্ধনে সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য আমাদের সংগঠনের নেতারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। কিন্তু কোনো ধরনের প্রমাণ ছাড়াই নেতাদের নামে ১২টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
তিনি বলেন, একটি মহল বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন ধ্বংসের কাজগুলো করেছে। যে সব গণমাধ্যম কর্মী শ্রমিকদের অধিকারের আদায়ের কথা লিখে তাদের পুলিশ রিমান্ডের নামে শারীরিক ও মানসিক নির্যাতনও করাচ্ছে এই মহলটি।
গ্রেফতারকৃত নেতাদের বিরুদ্ধে দায়েরকরা মামলা ও তাদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের নেতাদের দ্রুত মুক্তি দিন, না হলে বাংলাদেশের সব গার্মেন্টস অচল করে দিব। মালিকরা যদি আমাদের ব্ল্যাকলিস্টে রাখে তাহলে আমরা সব শ্রমিক তাদের কারখানাগুলোকে ব্ল্যাকলিস্টে ফেলব। তখন দেখবো তারা কিভাবে কারখানা চালায়।
এ সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা বিন তোফায়েল, সাংগঠনিক সম্পাদক গাজী নূর আলম, কেন্দ্রীয় নেতা জামাল শিকদার ও সাবেল ছাত্র নেতা আবুল কামাল আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এমএ/এসএইচ