ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়া গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আশুলিয়া গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন আশুলিয়া গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের মুক্তি দাবিতে মানববন্ধন/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: আশুলিয়া গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের মুক্তি দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।​ শুক্রবার (২৭ জানুয়ার) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য আমাদের সংগঠনের নেতারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। কিন্তু কোনো ধরনের প্রমাণ ছাড়াই নেতাদের নামে ১২টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

অথচ আমাদের আন্দোলনে কোনো ধরনের উসকানি বা ভাংচুর ছিল না। তবে কিসের ভিত্তিতে সাংবাদিক নাজমুলসহ শ্রমিক নেতাদের গ্রেফতার করা হয়েছে?

তিনি বলেন, একটি মহল বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন ধ্বংসের কাজগুলো করেছে। যে সব গণমাধ্যম কর্মী শ্রমিকদের অধিকারের আদায়ের কথা লিখে তাদের পুলিশ রিমান্ডের নামে শারীরিক ও মানসিক নির্যাতনও করাচ্ছে এই মহলটি।

গ্রেফতারকৃত নেতাদের বিরুদ্ধে দায়েরকরা মামলা ও তাদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের নেতাদের দ্রুত মুক্তি দিন, না হলে বাংলাদেশের সব গার্মেন্টস অচল করে দিব। মালিকরা যদি আমাদের ব্ল্যাকলিস্টে রাখে তাহলে আমরা সব শ্রমিক তাদের কারখানাগুলোকে ব্ল্যাকলিস্টে ফেলব। তখন দেখবো তারা কিভাবে কারখানা চালায়।

এ সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা বিন তোফায়েল, সাংগঠনিক সম্পাদক গাজী নূর আলম, কেন্দ্রীয় নেতা জামাল শিকদার ও সাবেল ছাত্র নেতা আবুল কামাল আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এমএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।