শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অ্যালামনাইয়ের উদ্বোধন করেন ইতিহাস বিভাগের প্রাক্তন প্রফেসর সফর আলি আকন্দ। এরআগে ইতিহাস বিভাগের সামনে থেকে একটি র্যালি বের হয়।
ইতিহাস বিভাগে সহকারী অধ্যাপক সাহিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মনজুরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর আতফুল হাই শিবলি, বিভাগের প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এনটি