ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অন্যকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
অন্যকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড রেললাইন এলাকায় অন্যকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বাদল মিয়া (৫৮) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত বাদল বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনিয়ার বিভাগের ম্যাট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মৃত হাতেম আলীর ছেলে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ওই এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে নিয়ে তার মা রেললাইন পার হচ্ছিলেন। হঠাৎ এ সময় সিলেট থেকে ঢাকাগামী সুরমা এক্সপ্রেস আসতে দেখে বাদল তাদের বাঁচাতে গিয়ে নিজেই ট্রেনে কাটা পড়ে মারা যান।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজেডএস/এএটি/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।