শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর কাজী বশির মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের হাজার হাজার কর্মী উপস্থিত ছিলেন এই সম্মেলনে।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, ‘দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। রাস্তাঘাট, গাড়ি, এমন কি নিজ বাসায়ও মানুষ নিরাপদ নয়, বিশেষ করে নারীদের নিরাপত্তা। একমাত্র ইসলামী শরিয়া ই নারীর নিরাপত্তা নিশ্চিত করাতে পারে। সাথে সাথে নিশ্চিত করতে পারে দেশের মানুষের নিরাপত্তা।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস’র কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ খান বলেন, ‘রাখাইন রাজ্যে সম্প্রতি অভিযান চালানোর সময় দেশটির সেনা সদস্যরা অনেক রোহিঙ্গা মুসলিম নারীকে ধর্ষণ ও যৌন নির্যাতন করেছে। ’
প্রতি বছরের মতো সম্মেলন থেকে ২০১৭ সেশনের জন্য ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করার মধ্যে দিয়ে শেষ হবে এই সম্মেলন।
সম্মেলনের সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মুহাম্মদ আল আমিন। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, মাসিক মদিনার সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক, অধ্যাপক হুসাইনুল বান্না প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসটি/পিসি