শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। শুভ ওই এলাকার জালাল মিয়ার বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই, তদন্ত) মো. সালাহউদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, প্রায়ই স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে শুভর ঝগড়া হতো। এতে গত দু’দিন আগে তার স্ত্রী নিজ বাড়িতে চলে যায়। এরই জেরে অভিমান করে ঘরের সিলিংয়ের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন সুভ।
পরে বিষয়টি স্থানীয়রা কোতোয়ালি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজি