শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সন্তোষ নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের গ্রাম পুলিশ ও উক্ত ইউনিয়নের উলোটপাড়া গ্রামের সুধীর চন্দ্র রায়ের ছেলে।
নীলফামারী থানার উপ পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে সন্তোষ বাইসাইকেলে নীলফামারী থানায় যাচ্ছিলেন। এসময় সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এনটি