শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন তীরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আলম চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে ইয়াবা পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তীরচর এলাকায় অভিযান চালিয়ে ওই বাসটির গতিরোধ করে। পরে বাসে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমকে আটক করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চান্দিনা থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজি