ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শাল্লায় দু’গ্রুপের সংর্ঘষে নিহত ১, আহত ৩৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
শাল্লায় দু’গ্রুপের সংর্ঘষে নিহত ১, আহত ৩৭

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুই গ্রুপের সংর্ঘষে সজল মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীহাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ‍জমি নিয়ে শ্রীহাইল গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান ও ফুল মিয়ার মধ্যে বিরোধ ছিলো।

সকালে বিষয়টি নিয়ে দুই জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৩৭ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলেই গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে ফুল মিয়া গ্রুপের সজল গুরুতর আহত হন। স্থানীয়রা সজলকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।