এ উপলক্ষে শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে স্থলবন্দরের জিরো পয়েন্টে সভার আয়োজন করা হয়। এতে দু’দেশের কাস্টমস বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন- আগরতলা কাস্টমসের সহকারী কমিশনার তুষার কান্তি সেন, কাস্টমস সুপারিনটেনডেন্ট শিশির দে ও দেবব্রত দেববর্মা। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- আখাউড়া স্থল শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. কামরুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ফারুখ হোসাইন, সহকারী রাজস্ব কর্মকর্তা আজিজ খান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- ব্যবসায়ী নেতা আব্বাস উদ্দিন, নেসার উদ্দিন, সিঅ্যান্ডএফ এজেন্ট নেতা ফোরকান খলিফা প্রমুখ।
অনুষ্ঠানে উভয় দেশের কাস্টমস বিভাগের কর্মকর্তারা একে অপরের হাতে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজি