শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোহেল চাঁদপুর জেলার মতলব উপজেলার নেদামদি গ্রামের মকবুল হোসেনের ছেলে ও আরএফএল ভিশন কোম্পানির টেকনিশিয়ান ছিলেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে সোহেল ও তার এক সহকর্মী রানা মোটরসাইকেলে করে শৈলকুপা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। পথে ভাটই বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যায় ও রানা আহত হন।
এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজি