ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় সোহেল উদ্দীন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহেল চাঁদপুর জেলার মতলব উপজেলার নেদামদি গ্রামের মকবুল হোসেনের ছেলে ও আরএফএল ভিশন কোম্পানির টেকনিশিয়ান ছিলেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে সোহেল ও তার এক সহকর্মী রানা মোটরসাইকেলে করে শৈলকুপা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। পথে ভাটই বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যায় ও রানা আহত হন।

এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।