শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়।
হায়দার পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের বাসিন্দা।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে হায়দার কাউখালী উপজেলার বেতকা গ্রামের মনির হোসেনের বাড়িতে ধান কিনতে যান। এ সময় হায়দার মনিরকে এক হাজার টাকার ৪টি নোট দেন। নোটগুলো মনিরের সন্ধেহ হলে তিনি হায়দারকে বাড়িতে বসিয়ে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মনিরের বাড়িতে গিয়ে হায়দারকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজি