শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপহরণের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
অপহৃত জেলেরা হলেন- তজুমদ্দিন উপজেলার চাদপুর ইউনিয়নের হানু মাঝির ছেলে মিরাজ (২৫) ও একই এলাকার বাচ্চু মাঝির ছেলে সালাউদ্দিন (২৮)।
ওসি জানান, ভোরে এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত জেলেদের উদ্ধারে পুলিশ ও কোস্টাগার্ডের দু’টি টিম টহলে রয়েছে। তবে এখনো পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় জেলেরা জানান, গভীর রাতে জেলেরা মেঘনায় ইলিশ শিকার করছিলো। এ সময় একদল দস্যুরা জেলেদের চারদিক থেকে ঘিরে হামলা চালায়। এক পর্যায়ে অস্ত্রের মুখে দু’টি ট্রলারসহ মিরাজ ও সালাউদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. শামিম বাংলানিউজকে জানান, অপহৃত জেলে ও ট্রলার উদ্ধারে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
তজুমদ্দিন থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাজাজান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজি/এসএইচ