বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে ১৩ জনকে এবং শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে তিন জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মোবাশ্বের হাসানের ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ইউপি সদস্য কুদ্দুছ মোল্লা, আক্কাছ শেখ, মো. আবুল খায়ের মোল্লা, মহসিন মাতুব্বর, সোহেল মাতুব্বর, নাছির শেখ, মহিবুল্লাহ, ছিদ্দিক মোল্লা, আজগর মোল্লা, আমজাদ মোল্লা, নাছির উদ্দীন, সাখাওয়াত মিয়া, রিয়াজ শেখ, খন্দকার ইকবাল হোসেন, চুন্নু মাতুব্বার ও লাল চাঁন শেখ।
ইউপি সদস্য ছাড়া প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইউপি মেম্বারকে দেওয়া হয়েছে ছয় মাসের কারাদণ্ড।
দণ্ডপ্রাপ্ত সবার বাড়ি উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া ও কাঠালবাড়িয়াসহ আশপাশের কয়েকটি গ্রামে।
এর আগে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার কাঠালবাড়িয়া এবং লক্ষণদিয়া গ্রামে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ হয়। এতে অন্তত ৮০ জন আহত হয়। ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ করা হয় দেড় শতাধিক বসতঘরে। এ সংঘর্ষে কাঠালবাড়িয়া ও লক্ষণদিয়া গ্রাম ছাড়াও আশ-পাশের কয়েকটি গ্রামের লোকজন অংশ নেয়।
সংঘর্ষ চলাকালে পুলিশ মোট ১৬ জনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সোপর্দ করলে এ কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এএটি/এইচএ