ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় ইউপি মেম্বারসহ ১৬ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
সালথায় ইউপি মেম্বারসহ ১৬ জনের কারাদণ্ড

ফরিদপুর: ফরিদপুরের সালথায় তিন দিন ধরে সংঘর্ষের ঘটনায় আটক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ (মেম্বার) ১৬ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে ১৩ জনকে এবং শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে তিন জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মোবাশ্বের হাসানের ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইউপি সদস্য কুদ্দুছ মোল্লা, আক্কাছ শেখ, মো. আবুল খায়ের মোল্লা, মহসিন মাতুব্বর, সোহেল মাতুব্বর, নাছির শেখ, মহিবুল্লাহ, ছিদ্দিক মোল্লা, আজগর মোল্লা, আমজাদ মোল্লা, নাছির উদ্দীন, সাখাওয়াত মিয়া, রিয়াজ শেখ, খন্দকার ইকবাল হোসেন, চুন্নু মাতুব্বার ও লাল চাঁন শেখ।

ইউপি সদস্য ছাড়া প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইউপি মেম্বারকে দেওয়া হয়েছে ছয় মাসের কারাদণ্ড।

দণ্ডপ্রাপ্ত সবার বাড়ি উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া ও কাঠালবাড়িয়াসহ আশপাশের কয়েকটি গ্রামে।  

এর আগে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার কাঠালবাড়িয়া এবং লক্ষণদিয়া গ্রামে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ হয়। এতে অন্তত ৮০ জন আহত হয়। ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ করা হয় দেড় শতাধিক বসতঘরে। এ সংঘর্ষে কাঠালবাড়িয়া ও লক্ষণদিয়া গ্রাম ছাড়াও আশ-পাশের কয়েকটি গ্রামের লোকজন অংশ নেয়।

সংঘর্ষ চলাকালে পুলিশ মোট ১৬ জনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সোপর্দ করলে এ কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭

এএটি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।