শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল হাসান এ কারাদণ্ড দেন।
তিনি বাংলানিউজকে জানান, সদর উপজেলার তিন নম্বর ইউনিয়নের গিলাতলী এলাকায় পঞ্চম শ্রেণির ছাত্রী জুমুরকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে, এমন খবরের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে কনের মা ফরিদাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফরিদাকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজি