ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
ঝালকাঠিতে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ঝালকাঠিতে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ঝালকাঠি: ঝালকাঠিতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে শিশু পার্কের উন্মুক্ত মঞ্চে এ মেলা উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান প্রমুখ।

মেলায় ৫০টি স্টলে ডিজিটাল বাংলাদেশের রুপরেখা তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এমএস/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।