শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর পর্যন্ত পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- পৌরসভার সুলতানপুর মহল্লার রাতুল ওরফে রাব্বী (৫), খন্দকবাড়ীয়া আশ্রয়ন প্রকল্পের নার্গিস (১৪), জুবাইদা (৮), মিরপুর মহল্লার বিলকিস (৩০), ইসমত আরা (৬), তাসমীন (৯), আকতার (১৫) ও রাজিয়া (৯)।
এ ব্যাপারে মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক বাংলানিউজকে জানান, পাগলা কুকুরের আক্রমণে পৌরসভার ১০ শিশু-কিশোর আহত হয়েছে। অবিলম্বে পাগলা কুকুর নিধনে পৌরসভা কাজ শুরু করবে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এনটি