শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী লিপিকা রায় ও মো. হাজ্জাজ মিয়া অভিযোগের পরিপেক্ষিত প্রতিষ্ঠানটির পাশাপাশি কাশন্মিরি হাউজকেও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ হলো- ফুল ১ প্লেট বিরিয়ানী ২৯০ টাকা, হাফ দুই প্লেট বিরিয়ানী ৩০০ টাকা, খাবারের পানি ২০ টাকা এবং সালাদ এক প্লেট ৬০ টাকা মিলে সর্বমোট ৬৭০ টাকা রাখা হয়।
অভিযোগকারীর এই আবেদনের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকারের একটি টিম নানা বিরিয়ানী হাউজ পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়। তাই অতিরিক্ত খাবারের দাম নেওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করে।
একই দিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হাজ্জাজ মিয়া নামে একজন সরকারি চাকরিজীবী অভিযোগ করেন যে, নান্না বিরিয়ানী হাউজে আমরা দু’জন খাসির মাংসের বিরিয়ানী ও সালাদ খাই। এতে বিল রাখা হয়েছে ৭৩০ টাকা। অথচ হাফ প্লেট বিরিয়ানী দিয়ে ফুল প্লেট বিরিয়ানীর দাম রাখা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। যা নির্ধারিত দামের চেয়ে বেশি।
এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে খাবারে দাম বেশি নেওয়ার পাশাপাশি কাঁচা মাংস খাওয়ানোর অভিযোগ করেন নজরুল ইসলাম নামে আরেকজন ব্যক্তি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকারের উপপরিচালক(উপসচিব) মো. আব্দুল মজিদ। তিনি বাংলানিউজকে বলেন, খাবারের অতিরিক্ত দাম রাখায় নান্না বিরিয়ানী অ্যান্ড স্টার কাবাবকে জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে ৩০০ টাকার স্ট্যাম্পে মুচলেখা দিয়ে ভবিষ্যতে ভোক্তা অধিকার আইন ভঙ্গ না করার অঙ্গীকার করায় ৫দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে। এনিয়ে বাণিজ্যমেলায় মোট ২৬টি অভিযোগ প্রমাণ হওয়ায় এই পর্যন্ত মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে কর্মকর্তাদের কাছে বক্তব্য নিতে গেলে কেউ বাংলানিউজের সঙ্গে কথা বলতে রাজি হননি।
এদিকে, খাবারের দোকান ছাড়াও পোশাকের দোকানকে জরিমানা করা হয়েছে।
হামিদা বেগম নামে একজন গৃহিনী অভিযোগ করেন, পছন্দ না হলে চাদর ফেরত অথবা পরিবর্তন করে দেওয়া হবে বলে আমার কাছে চাদর বিক্রি করে ‘কাশ্মিরি হাউজ’। কিন্তু ২দিন পর আমি দোকানে এলে সে আমাকে চাদরটি ফেরত না নিয়ে উল্টো খারাপ ব্যবহার করে। আমাকে লাঞ্ছিত করে।
এ অভিযোগের প্রমাণ পাওয়ার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নির্ধারিত খাবার দামে চেয়ে অতিরিক্ত দাম রাখায় হাজী বিরিয়ানীর ব্যবসা বন্ধ করে ভোক্তা অধিকার। এরপর শুক্রবার নগদ ১ লাখ টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতে আর এই ধরনের অপরাধে জড়িত না থাকার মুচলেখা দেওয়ায় প্রতিষ্ঠানটিকে আবারো ব্যবসা করার অনুমতি দিয়েছে ভোক্তা অধিকার।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এমএফআই/পিসি