ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সমাজে তরুণদের উদ্যোগ প্রশংসনীয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
সমাজে তরুণদের উদ্যোগ প্রশংসনীয় বেচ্ছাসেবী সংস্থা ব্রতী’র ভূমিকা ও অর্জন বিষয়ক আলোচনা সভ‍া

রাজশাহী: সমাজের ইতিবাচক পরিবর্তন এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে তরুণদের উদ্যোগ প্রশংসনীয়। এজন্য সামাজিক পরিবর্তনের পাশাপাশি প্রয়োজন মানসিক অবস্থার ইতিবাচক পরিবর্তন।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে নগরীর একটি রেস্তরাঁয় আয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা ব্রতী’র ভূমিকা ও অর্জন বিষয়ক এক সভায় বক্তারা এমন কথা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রধান নির্বাহী এবং আইনি সেবা প্রকল্পের টিম লিডার শারমীন মুরশিদ।

এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক সোনার দেশ'র নির্বাহী সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং বাসস রাজশাহীর সিনিয়র রিপোর্টার আইনুল হক।

সভায় বক্তারা জানান, ২০১৫ সালের জানুযারি থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ব্রতী আইনি সেবা প্রকল্পের মাধ্যমে প্রান্তিক, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নির্যাতিত নারী ও শিশুর ন্যায়বিচার নিশ্চিত করা তথা সবার জন্য যথাসময়ে আইনে প্রবেশাধিকারের মাধ্যমে মানবাধিকার রক্ষায় কাজ করেছে। দুইবছরে তারা ৪৭৫ জনকে মামলায় সহায়তা, সহস্রাধিক মানুষকে আইনি পরামর্শ এবং লক্ষাধিক মানুষকে আইনি বিষয়ে বিভিন্ন তথ্য সরবরাহ করা হয়েছে।

এছাড়া রাজশাহী এবং নওগাঁ জেলার ২৮টি ইউনিয়নের ১৪০টি গ্রামের ১৪শ' তরুণ-তরুণী সংগঠিত হয়ে নিজ নিজ গ্রামে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান এবং মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসএস/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।