ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা জরুরি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
‘ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা জরুরি’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ভালো ফলের পাশাপাশি সবচেয়ে জরুরি হলো ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের বিদ্যা নিকেতন হাইস্কুলের দশ বছর পূর্তি উৎসব ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষক, পরিচালনা পরিষদ ও অভিভাবকদের উদ্দেশে আইভী বলেন,  শুধু ভালো পড়াশোনা না শিক্ষার্থীরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠছে কি না সেই দিকে শিক্ষক, পরিচালনা পরিষদ ও অভিভাবকদের নজর রাখতে হবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাশেম হুমায়নের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামস-উল-আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।