ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে এক ছবিতেই ‘সেলিব্রেটি’ ইমাম শেখ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
প্রধানমন্ত্রীর সঙ্গে এক ছবিতেই ‘সেলিব্রেটি’ ইমাম শেখ প্রধানমন্ত্রীকে বহনকারী ভ্যানচালক ইমাম শেখ, ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ভ্যানে বহন করার সময় তোলা এক ছবিতেই রীতিমত ‘সেলিব্রেটি’ বনে গেছে কিশোর ভ্যানচালক ইমাম শেখ। সবার কাছে সে এখন পরিচিত মুখ। শুধু তার এলাকাতে নয়, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে সে এখন বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে বেশ জনপ্রিয় ও পরিচিত নাম।

শুক্রবার (২৭ জানুয়ারি) ‘নাতি-নাতনিদের নিয়ে ভ্যানে ঘুরলেন প্রধানমন্ত্রী’ এ শিরোনামে দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম’য়ে সংবাদ প্রকাশ হলে ছবিসহ সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ওই ঘটনার পর রাতে ‘প্রধানমন্ত্রীকে মনের কথাটাই বলা হলো না ভ্যানচালকের’ শিরোনামে আরও একটি প্রতিবেদন প্রকাশ হয় বাংলানিউজে।

এরপর থেকে ইমাম শেখ সম্পর্কে মানুষের আরও কৌতূহল বেড়ে যায়।

ফলে শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে কিশোর ইমাম শেখকে দেখার জন্য তার বাড়িতে ভিড় করতে থাকেন মানুষ। মোবাইল ফোনের মাধ্যমেও অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন। এ ঘটনায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ইমাম।

শুক্রবারের ঘটনা বর্ণনা করলো ইমাম এভাবে- ‘তখন ঘড়ির কাঁটায় বেলা ১১টার মতো বাজে। ভ্যান খুঁজতে আসেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুই কর্মকর্তা। পাঁচটি ভ্যান ডেকে নিয়ে যান বঙ্গবন্ধুর সমাধির ১ নম্বর গেটের সামনে। তখনও কিছু বুঝে উঠতে পারেনি ইমাম। কেন ডেকে নেওয়া হলো বঙ্গবন্ধুর মাজার গেটে। কিছু সময়ের মধ্যেই পরিবারের সদস্য নিয়ে গেটে হাজির হলেন প্রধানমন্ত্রী। ’

দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রধানমন্ত্রীর সঙ্গে মাকে নিজের ছবি দেখাচ্ছে ইমাম শেখ, ছবি: বাংলানিউজ
প্রথমে সামনের একটি ভ্যান পরীক্ষা-নিরীক্ষা করে সেই ভ্যানটি ভালো নয় বলে জানিয়ে দিলেন কর্মকর্তারা। এরপর ইমামের ভ্যানটি পরীক্ষা করার জন্য ডাকা হয়। তখন ওই কর্মকর্তারা জানিয়ে দেন তার ভ্যানে চড়ে প্রধানমন্ত্রী ঘুরবেন। ইমাম বলে, ‘ভ্যানে ঘুরার সময় প্রধানমন্ত্রী আমার সঙ্গে অনেক কথা বলেছেন। আমি যে কী বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। ’

ইমামের বাড়ি টুঙ্গিপাড়ার উপজেলার পাটগাতী গ্রামের সরদার পাড়ায়। পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে বাড়ির পাশেই প্রাথমিক বিদ্যালয়ে। তার বয়স ১৭ বছর বলে সে জানায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সেই ছবিটি, ছবি: সংগৃহীতশনিবার দুপুরে যখন ভ্যানচালক ইমামের সঙ্গে কথা হয়, তখন ইমাম জানে না তার ছবি দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। শুধু শুনেছে ফেসবুকে তার ছবি পাওয়া যাচ্ছে। তার অবশ্য ফেসবুক আইডিও আছে। এক বন্ধু তাকে খুলে দিয়েছে। কিন্তু ভালো মোবাইল না থাকায় ফেসবুক ব্যবহার করার সুযোগ হয় না তার।

বাংলানিউজসহ দেশের বিভিন্ন মিডিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি প্রকাশের বিষয়টি জেনে সে ভীষণ খুশি হয়। ইমামের পরিবারের সদস্যরও এতে বিস্মিত হয়েছে। তারা কেউ ভাবতেই পারেনি মাত্র একটি ছবিতেই ইমাম এত জনপ্রিয় হয়ে ওঠবে।

দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রধানমন্ত্রীর সঙ্গে মাকে নিজের ছবি দেখাচ্ছে ইমাম শেখ, ছবি: বাংলানিউজইমামের মা শাহানুর বেগম আঞ্চলিক ভাষায় বাংলানিউজকে তার অভিব্যক্তির কথা জানান। যার মূলকথা- ‘প্রধানমন্ত্রীর মত একজন মানুষ আমার ছেলের ভ্যানে উঠে এলাকা ঘুরে বেড়িয়েছেন। এটাই আমাদের জন্য বড় পাওয়া। আমরা গরিব, প্রধানমন্ত্রী আমাদের মত গরিবদের মূল্যায়ন করেন। এটা দেখে আমরা খুব খুশি হয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আর কোনো চাওয়া-পাওয়া নেই। ’

ইমামের এলাকাবাসী জানায়, ইমামের ভ্যানে চড়ে প্রধানমন্ত্রী ও পরিবারের সদস্যরা এলাকা ঘুরেছেন। এ খবর শোনার পর কেউ বিশ্বাস করছিলেন না। তবে শুক্রবার দুপুরে বেশ কিছু সংবাদমাধ্যম ও ফেসবুকের মাধ্যমে যখন ছবিটি সব জায়গায় ছড়িয়ে যায়। তখন সবাই ইমামকে খুঁজতে থাকে।

ইমাম শেখ জানায়, প্রধানমন্ত্রী আমার সঙ্গে অনেক কথাই বলেছেন। বাড়ি কোথায়? কেমন আয়- রোজগার হয়, বাড়ির অবস্থা কেমন, বাবা কি করে, এমন অনেক কথা।

ভ্যানে ইঞ্জিন লাগানো দেখে প্রধানমন্ত্রী আমাকে বলেন, ‘তুমি বিদ্যুৎ অপচয় করছো কেন? দেশের বিদ্যুৎ এভাবে নষ্ট করা ঠিক না। ’

ইমামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুস আলী মোল্লা বলেন, ‘ইমামের বাবা অসুস্থ ও মানসিক প্রতিবন্ধী। সংসারের অভাবের কারণে ইমাম লেখাপড়া ছেড়ে ভ্যানের প্যাডেল ধরেছে। প্রধানমন্ত্রী ইমামের ভ্যানে উঠে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থান দেখেছেন, এটা শুনে এবং পত্রিকায় দেখে খুব ভালো লেগেছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।