ওই রোডের ‘ইচ্ছা পাশা’ বুটিক হাউজে কাজ শেষে বাসায় ফেরার পথে ওৎ পেতে থাকা নুরুল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরুল হক চানমারী বাজারের আব্দুল খালেকের ছেলে।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার পাল বাংলানিউজকে বলেন, সাবেক স্বামী নুরুল হক ছুরিকাঘাত করায় সুলতানার মৃত্যু হয়েছে। জান্নাতী নামে ৫ বছর বয়সী তাদের একটি মেয়ে রয়েছে।
সুলতানার স্বজনরা জানান, গত ১৮ জানুয়ারি সুলতানা তার স্বামীকে তালাক দেয়। এরপর থেকেই নুরুল হক বিভিন্ন সময় সুলতানাকে হুমকি
দিয়ে আসছিলো। সুলতানা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এমআরএম/এটি