ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ডাকাতিতে বাধা দেওয়ায় সফিউল্লাহ সাবু (৫৫) নামে এক গৃহকর্তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। সাবু সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাত নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

শনিবার (২৮ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তির ছেলে আলাউদ্দিন বাংলানিউজকে জানান, মধ্যরাতে দরজা ভেঙে একদল ডাকাত তাদের ঘরে হানা দেয়।

ডাকাতরা স্বর্ণালংকার লুট করার সময় বাধা দিতে গেলে তারা তার বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এসময় বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

তেওয়ারীগঞ্জের ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ভুলু জানান, রাত ২টার দিকে সফিউল্লাহর বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাতরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।