কিন্তু গত এক বছর থেকে প্রায় সারা বছরই রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কারের নামে চলছে খোঁড়াখুঁড়ি। রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বর্তমানে নাজেহাল নগরবাসী।
সম্প্রতি রাজধানীর মহাখালী ও ওয়্যারলেস গেইট এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, কিছু কিছু জায়গায় রাস্তার সংস্কার কাজ শেষ হলেও রয়ে গেছে সংস্কার কাজে ব্যবহৃত কংক্রিট। এছাড়া ওয়্যারলেস মোড় থেকে মহাখালী প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের গেইট পর্যন্ত রাস্তাটি এমনভাবে খোঁড়া হয়েছে যে পথচারীরাও ঠিকভাবে হেঁটে যেতে পারছেন না। মহাখালী ও ওয়্যারলেস মোড় এলাকার সর্বমোট ৬টি রাস্তায় বর্তমানে সংস্কার কাজ চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, সারা বছরই এই রাস্তায় খোঁড়াখুঁড়ির কারণে ঠিকভাবে চলাফেরা করা দায়।
এই এলাকায় যাদের দোকানপাট রয়েছে তারাও পড়েছেন বিপাকে। রাস্তা বন্ধ হওয়ার কারণে ক্রেতা কম আসছেন ফলে কমে গেছে বেচাকেনা।
ওয়্যারলেস গেইট এলাকার চা বিক্রেতা মোতালেব হোসেন বাংলানিউজকে বলেন, গত দুই মাস ধরে ওয়্যারলেস গলির ভিতরের রাস্তাটিতে খোঁড়াখুঁড়ির কাজ চলছে। ফলে ক্রেতারা ভাঙ্গা রাস্তায় আসছেন না। আগের থেকে আমাদের অনেক কম কেনাবেচা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, বাচ্চাদের স্কুলে যাওয়া আসার পথে অনেক সমস্যা হচ্ছে। গত ৩ মাস ধরে এই এলাকায় কোনো রিকশাও ঠিকভাবে চলাচল করতে পারে না।
মহাখালীর হকবাজার এলাকার সবজি ব্যবসায়ী সুমন মিয়া বলেন, বছরের অর্ধেক সময় চলে রাস্তা খোঁড়াখুঁড়ি। আর বাকি অর্ধেক সময় থাকে রাস্তা থাকে বৃষ্টির পানির নিচে। তাহলে এ রাস্তা সংস্কার করে কী লাভ। যদি মানুষ রাস্তা ব্যবহার করতেই না পারে তাহলে এইগুলোর সংস্কারের কী প্রয়োজন।
মহাখালী ও ওয়্যারলেস গেইট ডিএনসিসি‘র ২০ নং ওয়ার্ডের অধীনে। ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নাসির বাংলানিউজকে বলেন, জনগণের সুবিধার জন্যই আমরা রাস্তা সংস্কারের কাজ করছি। তবে সাময়িক কিছু সমস্যা হচ্ছে যা সবাইকে মেনে নিতে হবে। আর রাস্তা সংস্কারের জন্য এই মুহূর্তে আমাদের অন্য কোনো উপায়ও নেই।
গত ২ মাস ধরে চলা এই রাস্তা সংস্কারের কাজ শেষ হত আরও ২-৩ মাস লাগবে বলেও তিনি জানান।
এ বিষয়ে ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলামের সঙ্গে কথা বলতে তার মোবাইল ফোনে বার বার ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমএ/আরআই